Tahsanian

Community

|| ωє я тнє ƒαηѕ σƒ тαнѕαη || ωє я тαнѕαηιαη ||
|| σƒƒι¢ιαℓ ραgє: https://facebook.com/tahsanfans ||


বিশ্বায়নের এই যুগে অন্য সব শিল্পের মতো পরিবর্তিত হয়েছে গান। গান আমাদের চিত্তবিনোদন, আবেগ-অনুভূতি, উপচিকীর্ষা, বিরহ, প্রেম-ভালোবাসা-সবকিছুরই সবচেয়ে সহজবোধ্য শৈল্পিক মাধ্যম। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গানের অন্যতম পুরোধা। বর্ষা, বিরহ, প্রেম, বস্তুনিষ্ঠতা, শাশ্বত বাঙালির প্রাচীন ঐতিহ্য-সবকিছুই প্রস্ফুটিত হয়েছিলো তাঁর গানে। কাজী নজরুল ইসলামও বাংলা গানের অন্যতম অগ্রপথিক। সেই যে রুটির দোকানে কাজ করা ছেলেটির বিদ্রোহী কবি হয়ে ওঠা-কত আশ্চর্য প্রতিভাবান হতে পারেন একজন মানুষ, সেটা কাজী নজরুল ইসলামকে না জানলে হয়তো বোঝা যাবে না।

যুগের সাথে তাল মিলিয়ে অজস্র শিল্পী এসেছেন, আসবেন। হরেকরকম রঙচঙা 'শিল্পী খোঁজার প্রতিযোগিতা' চালু হয়েছে এখন। যাক, তাও তো মানুষ একটা ভালো কাজে উৎসাহিত হবে।

আধুনিক বাংলা গান যারা শোনেন, তারা সবাই 'তাহসান'-এই নামটির সাথে পরিচিত। যে কিনা একাধারে এক্স- নটরডেমিয়ান, ঢা.বি.'র আইবিএ শিক্ষার্থী, গ্র্যাজুয়েট, গায়ক, শিক্ষক, মডেল, অভিনেতা, উপস্থাপক, স্বপ্নচারী, আদর্শ ব্যক্তিত্বসম্পন্ন যুবক- সবকিছুই। তাহসান এই শূন্য দশকের একজন প্রতিশ্রুতিশীল শিল্পী। ব্যতিক্রমী কণ্ঠ, বাংলা গানের আধুনিক ধাঁচের সাথে অত্যাধুনিক অলটারনেটিভ রক ধাঁচের সংমিশ্রণ, অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র কিংবা কি-বোর্ডের নির্ভুল, সুরেলা ব্যঞ্জনা-সবকিছুই তাকে দান করেছে এক অনবদ্য স্বকীয়তা, যে কারণে তাহসান খুব অল্প সময়েই নিজের একক ক্যারিয়ার গড়তে সক্ষম হয়েছেন এবং লক্ষ তরুণ-তরুণীর হৃদয়ে নিজের মুখচ্ছবি আঁকতে সক্ষম হয়েছেন বেশ সফলভাবেই।

তাহসানের পুরো নাম তাহসান রহমান খান। প্রথমে 'ব্ল্যাক' নামের অলটারনেটিভ ব্যান্ডের সাথে দীর্ঘ সময় জড়িত থাকলেও বিবাহিত তাহসান নিজের প্রফেশনাল কাজের ব্যস্ততার জন্য ব্যান্ড ছেড়ে দেন। ব্ল্যাক এর সাথে তাহসান ছিলেন নিবিড়ভাবে জড়িত। 'অফবিট' নামের নাটকে এই পুরো ব্যান্ডের সদস্যদের অভিনয় মুগ্ধ করে দর্শকদেরকে। বলা বাহুল্য, তাহসান ছিলেন এই নাটকের নায়ক।

'ব্ল্যাক' এর ক্ল্যাসিক অ্যালবাম 'আমার পৃথিবী'র বেশ কয়েকটা গান তাহসান গেয়েছেন এবং কি-বোর্ড বাজিয়ে সুর দিয়েছেন। এখনও, প্রার্থনাদ, আমার পৃথিবী- ইত্যাদি জনপ্রিয় গানগুলো পাগল করে হাজারো তরুণকে। 'ব্ল্যাক' এর দ্বিতীয় অ্যালবাম 'উৎসবের পর'-এ পরাহত, প্রাকৃতিক, ? প্রভৃতি গানগুলোতেও তাহসানের পদচারণা ছিল সুস্পষ্ট।